ত্রিপোলি: বিদ্রোহীদের প্রধান আবদুল ফাত্তাহ ইউনেসকে আল কায়েদা হত্যা করেছে বলে দাবি করেছে গাদ্দাফি প্রশাসন।
লিবিয়া সরকারের একজন মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, ‘আল কায়েদা জেনারেল ইউসেনকে গুলি করে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আল কায়েদা দেশের পূর্বঞ্চলে তাদের উপস্থিতি এবং প্রভাব জানান দিলো।
ওই মুখপাত্র আরও বলেন, ‘বিদ্রোহীদের জাতীয় অন্তবর্তী পরিষদের(এনটিসি) অন্য সদস্যরা জেনারেল ইউনেসের হত্যাকা- সম্পর্কে জানতেন। কিন্তু তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কারণ তারা আলকায়েদা সম্পর্কে আতঙ্কগ্রস্থ। ’
মুসা ইব্রাহিম আরও বলেন, ‘এই হত্যাকা-ের ভেতর দিয়েই প্রমান হয় যে বেনগাজিতে এনটিসি’র কোনো ক্ষমতা নেই। অথচ বিদ্রোহীরা বেনগাজিকে তাদের শক্তিশালী অবস্থান বলে দাবি করে। ’
জেনারেল ইউনেস ছিলেন গাদ্দাফি প্রশাসনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার তার মরদেহ শহরের বাইরের একটি আবর্জনার স্তুপের মধ্যে তার দুই সহকারীর মৃতদেহের সঙ্গে পাওয়া যায়।
এদিকে হত্যাকা-ের তদন্ত চলছে বলে জানায় এনটিসি। তবে এর আগেই এনটিসি জেনারেল ইউনেসের হত্যাকা-ের জন্য কিছু অশনাক্তকারী বন্দুকধারী জড়িত বলে দাবি করে।
জেনারেল ইউনেস যখন সেনাবহিনীর একটি বিষয় নিয়ে আলোচনার জন্য বেনগাজির দিকে যাচ্ছিলেন তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করে যে, বিরোধী দলের সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসার সময় তাকে তার সাথীরাই হত্যা করে।
বিরোধী দলীয় মন্ত্রী আলী তারহুনাই বলেন, ‘যারা জেনারেলকে জিজ্ঞাসাবাদের জন্য ব্রেগা যুদ্ধক্ষেত্র থেকে বেনগাজিতে নিয়ে আসছিলো তারাই এই হত্যাকা-ের পেছনে রয়েছে। ‘
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১