কেপটাউন: আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, সোমালিয়ার খরাপীড়িতদের সহায়তার জন্য সংগঠনটি একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। সংগঠনটির ডেপুটি চেয়ারম্যান এরাসমুস মোয়েনচা সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে এক সফরে যাওয়ার পর এই ঘোষণা দিলেন।
কিন্তু তিনি সম্মেলনের কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।
পুরো মহাদেশের খরাপীড়িতদের সাহায্য করতে ব্যর্র্থ হয়েছেন আফ্রিকার নেতারা আফ্রিকার গণমাধ্যমেগুলাতে এরকম সমালোচনা প্রচারিত হওয়ার পর সংগঠনটির তরফ থেকে এই সম্মেলন আয়োজনের ঘোষণ দেওয়া হলো। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, এই সম্মেলন আফ্রিকার বিভিন্ন দেশের সরকার প্রধানদের এবং আন্তর্জাতিক দাতাদের একত্রিত করবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে দক্ষিণ সোমালিয়ার পুরো এলাকাতেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে।
মোয়েনচা বলেন, ‘উত্তর থেকে দক্ষিণের পুরো আফ্রিকা মহাদেশের নেতাদের আমি অনুরোধ করবো এই সংকট মোকাবিলায় আশু পদক্ষেপ নেওয়ার জন্য। ’
সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া এবং জিবুতিতে এক কোটি ২০ লাখেরও বেশি লোক দুর্ভিক্ষপীড়িত এবং তাদের জরুরি সাহায্যের দরকার যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সতর্কতা উচ্চারণ করার পর মোয়েনচা এই ঘোষণা দিলেন। জাতিসংঘ জানিয়েছে, ইতিমধ্যে হাজার হাজার লোক দুর্ভিক্ষের কারণে মারা গেছে এবং আরো লাখ লাখ লোক দুর্ভিক্ষের শিকার।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১