ওয়াশিংটন: নির্ধারিত সময়ের আগেই ঋণসীমা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌছালেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলীয় নেতারা।
রোববার মর্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘোষণা দেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের উদ্দেশে ওবামা বলেন, ‘কংগ্রেসের সিনেটর ও প্রতিনিধি পরিষদের নেতারা একটি সমঝোতায় এসেছেন। এই সমঝোতার ফলে বাজেটের ঘাটতি কমবে। ’
পাশাপাশি বারাক ওবামা দেশটির আইনপ্রনেতাদের সঠিক পদক্ষেপ নেওয়ারও আহবান জানিয়েছেন।
টানা দুই সপ্তাহ আলোচনার মধ্য দিয়ে এই সমঝোতায় এসেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা। এই সমঝোতার কারণে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের বাজেট ঘাটতি কমিয়ে আনার প্রস্তাব মেনে নিতে হচ্ছে এবং এর পরিমান হচ্ছে আগামী ১০ বছরে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।
সোমবার কংগ্রেসে ও প্রতিনিধি পরিষদে ঋণসীমা ও বাজেট ঘাটতি কমানোর প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে। তবে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সিনেটে প্রস্তাবটি অনুমোদন পেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি অনুমোদন পেতে যথেষ্ট কষ্ট হবে বলে ধারনা করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানো হয়েছে। কিন্তু এবারের মতো কোনোবারেই এতো সমস্যায় পরতে হয়নি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১