ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে শরণার্থীবাহী নৌকায় ২৫ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
ইতালিতে শরণার্থীবাহী নৌকায় ২৫ মৃতদেহ উদ্ধার

রোম: ইতালির ল্যাম্পডুসা দ্বীপে শরণার্থীবাহী একটি নৌকা থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলীয় বাহিনী।
 
নৌকাটি ঠাসাঠাসি অবস্থায় ২৭১ জন শরণার্থী নিয়ে ল্যাম্পডুসা দ্বীপে যাচ্ছিল বলে জানায় স্থানীয় বন্দর কর্তৃপক্ষ।



মৃতদের সবাই বয়সে তরুন। তাৎক্ষনিকভাবে পরিস্কার নয় যে ঠিক কি কারণে তারা মারা গেছে। তবে ঠাসাঠাসি অবস্থায় শ্বাসরোধ হয়ে তারা মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

উপকূলীয় বাহিনীর নৌকা দেখে শরণার্থীবাহী নৌকাটি পালিয়ে যাবার সময় নৌকাটিকে আটক করা হয়।

নৌকাটিতে মোট শরণার্থীর সংখ্যা ছিল ২৭১ জন। এর মধ্যে ৩৬ জন নারী এবং ২১ জন শিশু। যদিও উপকূলীয় বাহিনী কর্তৃপক্ষ বলছে শরণার্থীর সংখ্যা ২৬৮ জন।

সাম্প্রতিক সময়ে কয়েক হাজার লিবীয় শরণার্থী লিবিয়া থেকে পালিয়ে ল্যাম্পডুসা দ্বীপে আশ্রয় নিচ্ছিল। এদের মধ্যে বেশিরভাগই শ্রমিক শ্রেণীর।

দুই দিন আগে উত্তর আমেরিকা থেকে তারা ল্যাম্পডুসাতে আসার জন্য যাত্রা করে। পথিমধ্যে ঝড়ের কবলে পড়তে হয় বেশ কয়েকবার তাদের। যে নৌকায় করে শরণার্থীরা সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয়ের জন্য আসছিলো সেই নৌকাগুলো লিবিয়ার মাছধরা নৌকা হিসেবে ব্যবহৃত হতো।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।