ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চাকরি হারাচ্ছে এইচএসবিসি’র ২৫ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
চাকরি হারাচ্ছে এইচএসবিসি’র ২৫ হাজার কর্মী

লন্ডন: বিশ্বের বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি খরচ কমাতে ২০টি দেশ থেকে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০১৩ সাল নাাগাদ পর্যায়ক্রমে ব্যাংকটির ২৫ হাজার কর্মী চাকরি হারাবে।



চলতি বছরের প্রথমার্ধে ১১শ ৫০ কোটি ডলার কর প্রদানপূর্ব মোট লাভ দেখানোর পরও ব্যাংকটি এরকম সিদ্ধান্ত নিল। গত বছরের তুলনায় এ লাভ ৩ শতাংশ বেশি। তারা গত বছর লাভ করেছিল ১১শ ১০ কোটি ডলার।

তবে এইচএসবিসি বলছে, ব্রিটেনে ব্যবসায়ীক ক্ষতির কারণে আর কোনো কর্মী ছাটাই করতে হবে না বলে তাদের আশা। ব্যাংকটি এর আগে ৫ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে যার মধ্যে ব্রিটেনে রয়েছে ৭০০ জন।

সব মিলিয়ে ব্যাংকটি যে সংখ্যক কর্মী ছাটাইয়ের ঘোষাণা দিয়েছে তা তার মোট কর্মীর ১০ শতাংশ। তবে ২০১৩ সাল নাগাদ তারা আবারও নতুন কর্মী নিয়োগ দেবে বলে জোর দিয়ে বলছে।

এ ব্যাপারে ব্যাংকটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার বলেন, ‘চাকরি হারানো কর্মীদের সংখ্যা সর্ব সাকুল্যে ৩০ হাজারের কিছু কম হতে পারে। ’

চাকরি ছাটাইয়ের পাশাপাশি ব্যাংকটি রাশিয়া ও পোল্যান্ডে তাদের খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেবে এবং তিনটি বীমা প্রতিষ্ঠান বেচে দিচ্ছে। এতে করে ২০১৩ সালের মধ্যে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার ডলার খরচ বাঁচবে।

গত রোববার ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৯৫টি খুচরা ব্যাংকিং শাখা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথমে নিউইয়র্কে ফার্স্ট নায়াগ্রা ব্যাংকটি বন্ধ করা হবে যাতে খরচ বাঁচবে একশ কোটি ডলার।

কর্মী ছাটাইয়ের ঘোষণা এবং ব্যবসায়ীক অবস্থা ভালর দিকে যাওয়ায় এইচএসবিসি’র শেয়ারের দাম লন্ডনে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।