ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসআই প্রধানের গোপন চীন সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
আইএসআই প্রধানের গোপন চীন সফর

ইসলামাবাদ: পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা এক গোপন সফরে চীন গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা দি এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, পাশা রোববার সন্ধ্যায় চীনের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছেন।

কিন্তু এই সফরের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

আইএসআই অবশ্য এই সফরের সত্যতা নিশ্চিত করেনি আবার প্রত্যাখানও করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক আইএসআইয়ের একজন কর্মকর্তা এই সফরকে ‘গোপনীয়’ বলে বর্ণনা করেছেন।      

সম্প্রতি পাক-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে আইএসআই প্রধানের এই সফরকে যুক্তরাষ্ট্রের ওপর পাকিস্তানের সামরিক এবং গোয়েন্দা নির্ভরশীলতা কমানোর কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

দি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে পাশা চীনের সঙ্গে ব্যাপকভিত্তিক কৌশলগত সংলাপের সূচনা করবেন।

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আরশাদ ওয়াহেদের চীন সফরের মাত্র দু’সপ্তাহ পরেই জেনারেল সুজা চীনে গেলেন।
 
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশন প্রধান আকস্মিকভাবে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর এবং চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী কাশগড়ে এক হামলায় ৬ জন নিহত হওয়ার ঘটনার কয়েক দিন পরই আইএসআই প্রধান চীন সফরে গেলেন। সে হিসেবে এই সফর পাক-মার্কিন-চীন কূটনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

চীন অবশ্য ওই হামলার জন্য পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিদের দায়ী করেছে।    

দি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা এবং সামরিক কর্মকর্তাদের ঘন ঘন চীন সফর যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়াবে।    

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।