মেক্সিকো: মেক্সিকো সরকারের মাদকবিরোধী অভিযানে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে মাদকব্যবসায়ী চক্রের প্রভাবশালী নেতা হোসে আন্তোনিও আকোস্তা হারনান্দেজকে গ্রেপ্তার। মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ রোববার তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
২০১০ সালের ১৩ মার্চে উত্তর মেক্সিকোতে যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলায় হারনান্দেজ প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে সন্দেহ করা হয়। ওই হামলায় দুই জন আমেরিকান এবং একজন মেক্সিকান প্রাণ হারান।
পুলিশ জানায়, সাবেক পুলিশ কর্মকর্তা হারনান্দেজ যার অপর নাম এল দিয়েগোকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত সিয়োদাদ হুয়ারেস শহরে ১৫০০ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন হারনান্দেস। তিনি লা লিনিয়া গ্রুপের নেতা বলে জানা গেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন তার টুইটার অ্যাকাউন্টে সোমবার লিখেছেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছর সিয়োদাদ হুয়ারেসে কয়েক হাজার পুলিশ পাঠানোর পর হারনান্দেসের এ গ্রেপ্তার ‘সবচে বড় সাফল্য’।
পুলিশ আরও জানিয়েছে, ২০১০ সালের জানুয়ারিতে একটি পার্টিতে গ্যাং সদস্যদের গুলি করার নির্দেশ দেন হারনান্দেজ। ওই হামলায় ১৫ জন নিহত হন যার বেশিরভাগই ছিল কিশোর বয়সী।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১