ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) ঋণসীমা বিল পাস হয়েছে। বিলের পক্ষে ২৬৯টি এবং বিপক্ষে ১৬১টি ভোট পড়ে।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার এই বিলে সই করবেন। এর ফলে মার্কিন কংগ্রেস আগামী ১০ বছরে ২ দশমিক ৪ ট্রিলিয়ন (দুই লাখ ৪০ হাজার কোটি) ডলার ঋণ নিতে পারবে।
এই বিল পাসের সময় প্রতিনিধি পরিষদের সদস্য গ্যাবিয়েল গিফোর্ডস অনেক দিন পর কংগ্রেসে যোগ দিলেন। গত জানুয়ারিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গিফোর্ডস ক্যাপিটাল হিলে এলে প্রতিনিধি পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। তিনিও তাদের সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তুমুল তর্ক-বিতর্কে পর ডেমোক্রাটিক এবং রিপাবলিকার সবাই সোমবারে সংশোধিত এ বিলের বিষয়ে তাদের ঐক্যমত্য পোষণ করেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রাট নেতা হ্যারি রিপ বলেন, এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় সিনেটে ভোটাভুটি হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১