ঢাকা: সিঙ্গাপুরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক গেজেটে ব্যালট পেপারে এ পরিবর্তনের কথা জানানো হয়।
সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ জানিয়েছে, ‘এর মধ্য দিয়ে ভোটাররা প্রার্থীদের আরও সহজভাবে চিনতে পারবেন। তারা খুব সহজেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। ’ চলতি মাসের শেষের দিকে সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আগামী দুই-এক দিনের মধ্যেই নির্বাচনী আদেশপত্র জারি করবেন।
গেজেট আকারে প্রকাশিত আইনে জনসমাবেশের স্থান, ব্যানার, পোস্টার, নির্বাচনী প্রচারাভিযানে রেকর্ডিং, নির্বাচনী প্রচারণা ও সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি বিষয়ে বিস্তারিত ও স্পষ্টভাবে বলা আছে।
গেজেটে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত প্রধানমন্ত্রীর আদেশপত্র জারির পর নির্বাচনী সময় শুরু হবে। ভোটের দিন নির্বাচনী প্রচারণা শেষ হবে।
এর আগের নির্বাচনী প্রচারণার নিয়ম থেকে বেশ কয়েকটি বিষয় বাদ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ডায়েরি বা ক্যালেন্ডার, চাবির রিং, টি-শার্ট, মিনিয়েচার পতাকা ও খেলনা পুতুলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
নির্বাচন বিভাগ জানিয়েছে, ভোট গ্রহণের দিন নির্বাচনী ব্যানার, পোস্টারের অনুমোদন দেওয়া হবে না। ব্যানার-পোস্টারে প্রেসিডেন্টে প্রার্থীর নির্দলীয় পরিচয় দিতে হবে। কোনোভাবেই রাজনৈতিক দলের পরিচয়ে প্রেসিডেন্ট প্রার্থীকে পরিচিত করা যাবে না।
বর্তমান প্রেসিডেন্ট এসআর নাথান পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন না। এ ঘোষণা তিনি আগেই দিয়েছেন। এখনো পর্যন্ত সিঙ্গাপুরের পাঁচ ব্যক্তি প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন।
এর মধ্যে তিনজন প্রার্থী তাদের প্রেসিডেন্ট পদে লড়াইয়ে বৈধতা সনদের জন্য ফরম জমা দিয়েছেন। প্রেসিডেনসিয়াল ইলেকশনস কমিটি এ সনদ দেবে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এডি তিও এই কমিটির প্রধান।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১