রোম: বেসামরিক লোকজনদের উপর ভয়াবহ দমন পীড়নের কারণ জানতে চেয়ে সিরীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইতালি।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় বেসামরিক লোকজনের উপর হামলার নিন্দা জানাতে রোম সব ইউরোপীয় দেশের কাছে সিরীয় রাষ্ট্রদূতদেরকে ডেকে পাঠনোর জন্য আবেদন জানিয়েছে।
রমজানের শুরুতেই সিরীয় সরকার বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়েছে। সোমবার সিরিয়ার হামা শহরে তারাবির নামাজের সময়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী।
মানবাধিকার সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের মতে রোববার থেকে এ পর্যন্ত সিরিয়াতে নিরাপত্তাবাহিনীর গৃুলিতে ১২২ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন সোমবার সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরো বর্ধিত করে। এর মধ্যে রয়েছে সম্পদ জব্দ এবং সিরিয়ার পাঁচ জনেরও বেশি সামরিক এবং সরকারি কর্মকর্তা উপর ভ্রমণ নিষেধাজ্ঞা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় রমজানের শুরুতে চালানো এই হামলাকে ‘নৃশংস’ বলে তার নিন্দা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন দেশটির প্রেসিডেন্ট আসাদকে এখনই ‘এই হত্যা’ বন্ধ করতে আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১