ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র পরজীবীর মতো বেঁচে আছে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র পরজীবীর মতো বেঁচে আছে : পুতিন

মস্কো: রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সোমবার অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে  ‘পরজীবীর মত জেঁকে’ বসেছে। মার্কিন ডলারের আধিপত্য বিশ্ব অর্থনীতির জন্য হুমকি বলেও মন্তব্য করেন পুতিন।

 

সোমবার মস্কোর উত্তরে ক্রেমলিনপন্থী যুবকদের একটি দল ‘নাশির’গ্রীষ্মকালীন ক্যাম্পে তিনি এই মন্তব্য করেন।   যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, `তারা বর্তমান বৈশ্বিক অর্থ ব্যবস্থায় ‘পরজীবীর মতো জেঁকে বসেছে। `

পুতিন আরো বলেন, তারা তাদের সামর্থ্যের বাইরে বেঁচে আছে। তারা তাদের ঋণের ভার বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে দিয়ে নিজেরা পার পেতে চায়।
 
সম্ভবত প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের আগে রুশ তরুণদের সঙ্গে খোলা আকাশের নিচে এক আলোচনায় অংশ নিয়ে রুশ তরুণদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, `বিশ্ব অর্থ ব্যবস্থায় তারা পরজীবীর মতো বেঁচে আছে এবং ডলারের আধিপত্যবাদ কায়েম করে রেখেছে। `
 
প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে মঙ্গলবার ২দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ঋণসীমা অনুমোদন করেছেন। পুতিন এজন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করে বলেন,  `ঈশ্বরকে ধন্যবাদ যে তারা একটি ভারসাম্যমূলক সিদ্ধান্তে পৌঁছেছে। `       

পুতিন বরাবরই মার্কিন বিদেশনীতির সমালোচনা করে থাকেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সিকিউরিটেজে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর রিজার্ভের বড় একটি অংশের বিনিয়োগ আছে উল্লেখ করে তিনি বলেন, `বিশ্বে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের বিকল্প থাকা দরকার। `

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।