ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কূটনীতিকদের ভ্রমণ নিষেধাজ্ঞায় পাকিস্তানকে হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
মার্কিন কূটনীতিকদের ভ্রমণ নিষেধাজ্ঞায় পাকিস্তানকে হুশিয়ারি

ওয়াশিংটন:যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই বলে হুশিয়ারি দিয়েছে যে, পাকিস্তান যদি মার্কিন কূটনীতিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিকদের উপরও একইরকম নিষোধাজ্ঞা আরোপ করা হবে।  

মার্কিন প্রশাসন সোমবার জানায়, ওবামা প্রশাসন পাকিস্তানকে জানিয়েছে , পাকিস্তান যদি ওই নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে যুক্তরাষ্ট্রও পাকিস্তানের কূটনীতিকদের ক্ষেত্রে একইরকম নিষেধাজ্ঞা আরোপ করবে।

বিষয়ের গোপনীয়তা বজায় রাখতে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান।  
    
পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের ইসলামবাদের বাইরে যেতে হলে এখন থেকে পাকিস্তানের তরফ থেকে বিশেষ অনাপত্তি পাস নিতে হবে- গতমাসে এরকম একটি নিয়ম চালু করে পাকিস্তান।  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার বিষয়ে কোন মন্তব্য করতে রাজী না হলেও আশাবাদী যে, পাকিস্তান শীগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেবে। তারা আরো জানান, সাম্প্রতিক এই বিষয়টি নিয়ে পাক-মার্কিন সম্পর্কে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে  শিগগিরই তার অবসান ঘটবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।