লন্ডন: মিডিয়া মুঘল রুপার্ট মারডককে ফোম পাই ছুড়ে মারার অভিযোগে অভিযুক্ত জেনাথান মে’র ছয় সপ্তাহের জেল দিয়েছে যুক্তরাজ্যের এক আদালত। মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিসস্ট্রেট আদালত তাকে এ সাজা দেয়।
গত সপ্তাহে জোনাথন মে মারডককে হামলা করার অভিযোগ স্বীকার করেন। ফোন হ্যাকিংয়ের দায়ে গত মাসে যখন যুক্তরাজ্যের সংসদে মারডক ও তার ছেলেকে ব্রিটিশ এমপিরা জিজ্ঞাসাবাদ করছিলেন তখনই দর্শক সারি থেকে ক্ষিপ্ত হয়ে জোনাথন ফোম পাই ছুড়ে মারে মারডকের দিকে। তখন ৮০ বছর বয়সী মিডিয়া মুঘলকে হামলা করার অপরাধে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১