করাচি: পাকিস্তানের কারচিতে সোমবার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় এ পর্যন্ত অন্ততঃ ৩৪ জন নিহত হয়েছে। করাচি পুলিশ কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র মঙ্গলবারই ১১ জন লোক গুলিতে নিহত হয়েছেন।
উদ্দেশ্যমূলক হত্যা এবং সাম্প্রদায়িক দাঙ্গায় শুধুমাত্র জুলাই মাসেই করাচিতে মানুষ মারা গেছে ২০০ জন। অস্ত্রধারী বাহিনীর মদদপুষ্ট পাকিস্তানের মূল রাজনৈতিক দলগুলোই এ ঘটনার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। যদিও পুলিশ কর্তৃপক্ষ বলছে এসব ঘটনার জন্য বিভিন্ন সন্ত্রাসীবাহিনী দায়ী। কিন্তু নির্মম হলেও বাস্তব যে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরীকদলগুলোকেই এ রক্তক্ষয়ী সংঘর্ষে দেখা গেছে বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘করাচিতে সংগঠিত সন্ত্রাস এবং রক্তপাত দীর্ঘদিন স্থায়ী হচ্ছে। সরকার এ অবস্থার উন্নয়নে যা যা করা দরকার তা করবে। ’
আমরা পর্যবেক্ষক বিমানকে করাচির অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করতে বলেছি। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আগামীতে অ্যাকশন নেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১