কায়রো: বিচার শুরুর প্রথম দিনে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবার রাজধানী কায়রোর একটি আদালতে হোসনি মোবারকের বিচার শুরু হয়েছে।
চিকিৎসাধীন মোবারককে স্ট্রেচারে করে কায়রোর পুলিশ একাডেমীর একটি আদালতে নেওয়া হয়েছে। এ সময় রাস্তায় মোবারক বিরোধীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। মিশরে এ অভিযোগে মৃত্যুদ-ের বিধান রয়েছে।
তার দুই ছেলে আলা ও গামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদরি এবং সাবেক ছয়জন কর্মকর্তাও বিচারের মুখোমুখি হয়েছেন।
পুলিশ একাডেমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৩০ হাজার সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে কর্তৃপক্ষ কায়রো কনভেনশন সেন্টারে বিচার প্রক্রিয়া শুরু করার ব্যাপারে চিন্তা করলেও, পরে নিরাপত্তার কথা ভেবে পুলিশ একাডেমীতে স্থানান্তর করা হয়। এখানে প্রায় ৬০০ ব্যক্তি বিচার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন বলে আশা করা হচ্ছে।
৮৩ বছর বয়সী মোবারককে অবকাশকেন্দ্র শারম আল-শেখের হাসপাতাল থেকে কায়রোতে বিমানে করে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত এপ্রিল থেকে শারম আল-শেখে তার চিকিৎসা চলছিল।
বিচারক আহমেদ রাফাত বিচার প্রক্রিয়া শুরু করার প্রাক্কালে বলেন, ‘আদালতের পুরো কার্যক্রম নিশ্চিত করতে সভ্য মিশরবাসীরা শান্ত থাকবেন, যাতে ঈশ্বর ও আমাদের বিবেককে সন্তুষ্ট করতে পারি। ’ বিচারক আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিকর্ত শোনেন। আইনজীবীরা চার হাজার পৃষ্ঠার প্রমাণ হাজির করতে আরও সময় চেয়েছেন।
এদিকে, বিচারক নিজেই সব মামলাকে একটি বিচার প্রক্রিয়ার অধীনে নিয়ে আসতে চাচ্ছেন। তবে মোবারকে আইনজীবীরা এর বিরোধিতা করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১