তেহরান: তেল উৎপাদনকারী দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ নেতা রুস্তম ঘাসেমি।
বুধবার ইরানের তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই নতুন দায়িত্ব পেলেন রুস্তম।
এছাড়া তিনি শিল্প ও সেনা ঘাঁটি খাতাম আল-আনবিয়ার প্রধানের দায়িত্বেও ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত সপ্তাহে নতুন যে চারজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রুস্তম তাদের মধ্যে একজন। ইরানের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সংসদ এই চার নতুন মন্ত্রীর নিয়োগ অনুমোদন দিয়েছে। ২৯০ আসন বিশিষ্ট সংসদে রুস্তম ২১৬ ভোট পান। এ সময় সংসদে ২৪৬ জন সাংসদ উপস্থিত ছিলেন।
রুস্তম ঘাসেমির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া অবরোধ আরোপ করেছে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ও পশ্চিমা শক্তিগুলো তার সম্পদ কালো তালিকাভুক্ত করেছে।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংসদে রুস্তমের ওই ভোট প্রাপ্তি পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া স্বরুপ। যারা রেভল্যুশনারি গার্ড এবং ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানায় এটা তাদের কড়া জবাব।
ইরানের আধা নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফারস রেভল্যুশনারি গার্ডের জনসংযোগ ইউনিটের প্রধান রামাদান শরীফের উদ্ধৃতি দিয়ে জানায়, তেলমন্ত্রী হিসেবে রুস্তমের বিপুল ভোট প্রাপ্তি রেভল্যুশনারি গার্ডের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যম সাম্রাজ্যের আক্রমণের পাল্টা এবং অর্থপূর্র্ণ জবাব।
ইরানের তেলমন্ত্রী হিসেবে ঘাসেমির নিয়োগ ওপেক প্রধানের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওপেক বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইরান দ্বিতীয় গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। দেশটি গত অক্টোবরে ৩৬ বছর পর ওপেকের সভাপতির দায়িত্ব পায়।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১