টোকিও: সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু শক্তিকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে জাপান।
জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী বানরি কাইয়েদা জানান, এই তিন কর্মকর্তা পরমাণু শক্তিকেন্দ্রকে ভুলভাবে পরিচালনা এবং এর সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য দায়ী।
মার্চে ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামিতে ফুকুশিমা পরমাণু শক্তি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং এখনও এর ছিদ্র দিয়ে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াচ্ছে।
বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন, পরমাণু শক্তি নিরাপত্তা এজেন্সির প্রধান নবুয়াকি তারাসেকা, প্রাকৃতিক সম্পদ এবং জ্বালানি এজেন্সির প্রধান তেতসুহিরো হোসোনো, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী কাজুও মাৎসুনাগা।
কাইয়েদা ফুকুশিমা সংকটের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তিনি নিজেও ব্যর্থতার দায়ভার গ্রহণ করে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্ত তিনি কখন পদত্যাগ করবেন সে বিষয়ে স্পষ্ট করে কোন কিছু বলেননি।
এক সাংবাদিক সম্মেলনে কাইয়েদা বলেন, ‘আমি মন্ত্রণালয়ে বড় আকারের রদবদলের মাধ্যমে পরিবর্তন আনার কথা ভাবছি। ’
একটি স্বাধীন পরমাণু নিরাপত্তা নিয়ন্ত্রণ কমিশন গঠনের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানা গেছে।
এদিকে পরমাণু শক্তি কেন্দ্রের দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাপানে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী নাওতো কান সম্প্রতি বলেছেন, ‘আমাদেরকে বিকল্প শক্তির উৎস খুঁজতে হবে। ’
বিবিসির টোকিও সংবাদদাতা রোনাল্ড বুরেক জানান, এখনও পর্যন্ত শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার দায়ভার স্বীকার তো করেইনি বরং তারা পরমাণু শক্তির পক্ষেই কথা বলছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১