ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দশ বছর ধরে অনশন: আন্নার সঙ্গে সংহতি প্রকাশ ইরোম শর্মিলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
দশ বছর ধরে অনশন: আন্নার সঙ্গে সংহতি প্রকাশ ইরোম শর্মিলার

গুজরাট: মনিপুরের ‘লৌহ মানবি’ খ্যাত ইরোম শর্মিলা চানু গান্ধিপন্থী দুর্নীতি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন করার জন্য মঙ্গলবার আন্না হাজারের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বিতর্কিত আর্মড ফোর্সেস (বিশেষ ক্ষমতা) আইন বাতিল করার জন্য শরমিলা দশ বছর ধরে অনশন করছেন।

তিনি আন্না হাজারের অনশন সমর্থন করে তাকে একটি পত্র লিখেছেন।

শর্মিলাকে বর্তমানে ভারতের ইমফলে জওহরলাল নেহেরু হাসপাতালের নিরাপত্তা ওয়ার্ডে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। সেখানে তাকে নাকের মাধ্যমে জোর করে খাওয়ানো হচ্ছে।

২০০০ সালের ২ নভেম্বর আসামের ইমফল বিমান বন্দরের নিকটবর্তী মালম গ্রামে সামরিক বাহিনী (রাইফেল) কর্তৃক দশ ব্যক্তি নিহত হয়। এ ঘটনার তিন দিন পর বিতর্কিত সামরিক আইন (বিশেষ ক্ষমতা) বাতিলের দাবিতে শর্মিলা অনশন শুরু করেন।

এ আইনের মাধ্যমে সামরিক বাহিনীকে লাগামহীন ক্ষমতা দেওয়া হয়। এমনকি কোনো ব্যক্তিকে সামান্যতম সন্দেহ হলে তাকে গুলি করার ক্ষমতা দেওয়া হয় এ আইনে।

লোকপাল বিল পাসের জন্য আন্নার সমর্থকরা শর্মিলাকে অনশনে যোগ দেওয়ার আহ্বান জানাতে আসলে তিনি তাদের সমর্থন দেন। এ সময় তিনি আন্নাকে একটি পত্র লেখেন।  

মানবাধিকার কর্মী এবং শর্মিলার সহযোগী বাবলু লইটংবাম মঙ্গলবার টিওআইকে বলেন, পুলিশী হেফাজতে থাকাকালীন আন্না হাজারের নিমন্ত্রণ পেয়ে শর্মিলা তাকে পত্র লেখেন।  

তার পত্রের উদ্দৃতি দিয়ে বাবলু বলেন, পুলিশী হেফাজতে থাকায় তিনি আন্নার অনশনে যোগ দিতে পারবে না কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্নার এ যুদ্ধে তিনি সংহতি প্রকাশ করেছেন।

পত্রে শর্মিলা লিখেছেন, মনিপুরে ব্যাপকভাবে দুর্নীতি বিস্তার করেছে। যা এখানের সকল সমস্যার মূল কারণ। তিনি পত্রে আন্নাকে মনিপুরে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।