ত্রিপোলি: ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির কম্পউন্ডে বাব আল আজিজিয়ার নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। এসময় তারা গাদ্দাফির মূর্তি ভেঙে ফেলে শূন্যে গুলি ছুড়ে বিজয়ের উল্লাস প্রকাশ করে।
মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনের অবসান উদযাপন করেছে বিদ্রোহীরা।
টানা কয়েক ঘণ্টার তুমুল লড়াইয়ের পর মঙ্গলবার লিবিয়ার বিদ্রোহী বাহিনীর সদস্যরা ভারি অস্ত্র নিয়ে পিকআপ ও ট্রাকে করে বাব আল আজিজিয়া কম্পউন্ডে ঢুকে পড়ে। এসময় আকাশ থেকে বোমা হামলা চালায় ন্যাটোর বিমান।
এর আগে বাব আল-আজিজিয়া মঙ্গলবার দখল করে নেয় বিদ্রোহীরা। সরকারি বাহিনীর মধ্যে মঙ্গলবার তীব্র লড়াইয়ের পর তারা এটি দখল করে বলে সংবাদ সংস্থাগুলো জানায়।
বিদ্রোহী বাহিনীর সদস্যরা ভারি অস্ত্র নিয়ে পিকআপ ও ট্রাকে করে বাব আল আজিজিয়া কম্পউন্ডে ঢুকে পড়ে। কম্পাউন্ডের ভেতরে বিদ্রোহীরা শূন্যে গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে।
মঙ্গলবার বাব আল-আজিজিয়ার চারপাশে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়।
রোববার বিদ্রোহী বাহিনী প্রথমবারের মতো রাজধানী ত্রিপোলির বেশিরভাগ অঞ্চলই নিজেদের দখলে নেয়। একই সঙ্গে তারা দাবি করে, গাদ্দাফির দুই ছেলে সাইফ আল গাদ্দাফি ও মোহাম্মদ গাদ্দাফিকে বন্দি করেছে। তবে মঙ্গলবার সাইফ তার অবস্থান নেওয়া হোটেল থেকে বেরিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের ঘোষণা দেন। আর মোহাম্মদ গাদ্দাফি বিদ্রোহীদের কাছ থেকে পালিয়েছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়।
এদিকে, রাশিয়ার দাবা ফেডারেশনের প্রধান কিরসান ইলুমঝিনভ জানান, তিনি মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে ফোনে কথা বলেছেন। গাদ্দাফি জীবিত আছেন এবং তার ত্রিপোলি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও কিরসান উল্লেখ করেন।
ইলুমঝিনভ বলেন, ‘মঙ্গলবার বিকেলে গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদ তাকে ফোন করে তার বাবাকে ধরিয়ে দেন। এসময় গাদ্দাফির সঙ্গে তার কথা হয়। এসময় তিনি আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ’
ত্রিপোলির বিক্সস হোটেলের অবস্থানরত সাংবাদিকরা মঙ্গলবার সকাল নয়টায় রকেট ও ভারি গোলাগুলির শব্দে কেঁপে উঠেন। এর চারপাশে তীব্র লড়াই চলছে। এরই মধ্যে ন্যাটোর বিমান আকাশে বিমান উড়তে দেখা গেছে।
একটি ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি,
গাদ্দাফি ত্রিপোলিতে আছে নাকি পালিয়েছেন এব্যাপারে কেউ নিশ্চিত কিছু বলতে পারেনি।
তবে সাইফ হোটেল থেকে বেরিয়েই সাংবাদিকদের জানান, তার বাবা নিরাপদে আছেন এবং তিনি অনুগত সেনা সদস্যদের বিদ্রোহীদে দমন করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সম্প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, বাব আল-আজিজিয়ার চারপাশে ধোঁয়ার কু-লি দেখা গেছে। এই কম্পাউন্ডকে ঘিরেই তীব্র লড়াই শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১