ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৫১ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউ ইয়র্ক মহানগরী ও বেশ কয়েকটি বড় শহরে এই ভূমিকম্প অনুভূত হয়।



যুক্তরাষ্ট্রের গত ১০০ বছরে এতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেনি। ঠিক একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ১৮৯৭ সালে।

ইউএস জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) মুখপাত্র লুসি জোনস জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। এটির কেন্দ্র ছিল ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের দক্ষিণ-দক্ষিণপূর্ব লুইজার চার মাইল দূরে ভূ-পৃষ্ঠের এক কিলোমিটার নিচে।

তিনি বলেন, ‘গত ১০০ বছরে পশ্চিম উপকূলে এই প্রথম এতো বড় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। ’

তবে ভূমিকম্পের পর কোনো পরাঘাতের (আফটার শক) খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউজ, পেন্টাগন, ক্যাপিটাল হিল এবং গুরুত্বপূর্ণ ভবন থেকে লোকজন এবং কর্মকর্তারা বের হয়ে আসেন।

সিএনএন জানায়, ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা তখন হোয়াইট হাউজে ছিলেন না। ম্যাসাচুসেটস রাজ্যের মার্থাস দিনিয়র্ডে বাৎসরিক অবকাশ যাপনে তিনি তখন ব্যস্ত ছিলেন।

এদিকে বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে জন এফ কেনেডি বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার এবং আশে পাশের বেশ কিছু বিমানবন্দর থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। এসব বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের ঘটনা খুবই বিরল। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের এই ভূমিকম্প দেশটির পূর্ব উপকূল জুড়ে ব্যাপক স্থানে অনুভূত হলেও প্রাথমিকভাবে প্রাণহানির কোনো খরব পাওয়া যায়নি।

ফায়ার অ্যান্ড ইমারজেন্সি মেডিকেল সার্ভিসের (ইএমএস) একজন মুখপাত্র জানান, ভূমিকম্প অনুভূত হওয়া শহরগুলোর বিভিন্ন ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কিছু কিছু ভবনের ক্ষয়ক্ষতির কথা তারা জানতে পারলেও কারো প্রাণ হানি বা আহত হওয়ার খবর তারা শুনেননি। তাদের কর্মীদল সরকারি ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল ও বয়স্ক নিবাসসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর কাঠামো পরীক্ষা করতে নেমেছেন।

নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ আকাশচুম্বি ভবনগুলো থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ১/১১-এর সময় এই অবস্থার সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।