ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানের বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলা খারিজ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
কানের বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলা খারিজ

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলা মঙ্গলবার খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের আদালত। তার বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় বিচারক এ সিদ্ধান্ত নেন।



এ বছরের মে মাসে ৬২ বছর বয়সী স্ট্রস কানের বিরুদ্ধে হোটেল কর্মী নাফিসাতো ডায়ালো (৩২) যৌন হয়রানির অভিযোগ করেন। হোটেল কক্ষ পরিচ্ছন্নতার কাজে নাফিসাতো ঢুকলে স্ট্রস তাকে জোরপূর্বক ধর্ষণ ও যৌন হয়রানি করে বলে অভিযোগ করা হয়। তার লিখিত অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ স্ট্রসকে আটক করে।

ডমিনিক ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে স্যোশালিস্ট পার্টির হয়ে প্রতিদ্ধন্দ্বিতা করার কথা রয়েছে।     
 
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।