ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতবিরোধী মিছিলে গুলি: কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
কাশ্মিরে ভারতবিরোধী মিছিলে গুলি: কিশোর নিহত

শ্রীনগর: কাশ্মিরে ভারতবিরোধী বিক্ষোভকারীদের মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলি ছুড়লে এক কিশোর নিহত ও কয়েক জন আহত হয়েছে। শুক্রবার পুলিশ ও প্রত্যদর্শীরা এ তথ্য জানান।



মুসলিম জনগোষ্ঠীর পবিত্র রমজান মাস শুরু হওয়ার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটলো। এ নিয়ে গত দুই মাসে সহিংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।

কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে কুপওয়ারা জেলার ত্রেহগাম গ্রামে গুলির ঘটনাটি ঘটে।

প্রত্যদর্শীরা আবদুল রশিদ বলেন, “ভোরের নামাযের পর শত শত মানুষ রাস্তায় বেরিয়ে ভারতবিরোধী মিছিল করতে থাকে। ” কোনো উস্কানি ছাড়াই নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে বলেও তিনি জানান।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা তাদের উদ্দেশে পাথর ছুড়ে মারতে থাকলে তারা গোলাগুলি শুরু করেন। এ সময় এক কিশোর (১৭) নিহত হয়।

এ ঘটনার পর ত্রেহগাম ও কুপওয়ারা জেলার বিভিন্ন অংশে কারফিউ জোরদার করা হয়েছে।

গত ১১ জুন পুলিশের টিয়ারশেলের আঘাতে একজন কিশোর ছাত্র নিহত হওয়ার পর থেকে কাশ্মিরে অচলাবস্থা  বিরাজ করছে। নিহত কিশোর ভারতবিরোধী মিছিলে অংশ নিয়েছিলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।