ঢাকা: জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে এই ভূখণ্ডকে ভারত থেকে বিচ্ছিন্ন করার পাকিস্তানি স্বপ্ন কখনও পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সোমবার ( সেপ্টেম্বর ২৬) জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সব সময়ই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, এসব হামলার পেছনে যে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে তা পাঠানকোটের ঘটনায় ধৃত বাহাদুর আলীর স্বীকারোক্তিতেই স্পষ্ট। কিন্তু তারপরও দেশটি ক্রমাগত এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তান মনে করে এসব হামলার মাধ্যমে তারা আমাদের ভূখণ্ড কেড়ে নিতে পারবে। কিন্তু পাকিস্তানের প্রতি আমার উপদেশ হলো সেই স্বপ্ন পরিত্যাগ করুন। আমি পরিষ্কার করে বলতে চাই, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা সব সময়ই ভারতের অংশ হয়েই থাকবে।
পড়ুন জাতিসংঘে কি বলছেন সুষমা স্বরাজ-*মানবাধিকার লঙ্ঘনে পাকিস্তানকেই অভিযুক্ত করলেন সুষমা
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
আরআই