ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১
সিরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

নিউইয়র্ক: বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা বন্ধ না করলে সিরিয়ার আসাদ প্রশাসনের বিরুদ্ধে কঠিন অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহীদের প্রতি ‘নৃশংসতা’ বন্ধ করতে যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের কথা চিন্তা করছে।



তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন অবরোধ আরোপের কথা চিন্তা করছে যা আসাদ প্রশাসনকে রাজনৈতকভাবে বিচ্ছিন্ন করে ফেলবে। ’

হিলারি ক্লিনটন মঙ্গলবার ওয়াশিংটনে সিরিয়ার বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার সরকারি বাহিনীর হত্যা-নির্যাতন বন্ধে যুক্তরাষ্ট্রের আরও বেশি হস্তক্ষেপের আবেদন জানান প্রতিনিধিরা। বৈঠক শেষে হিলারি ক্লিনটন এই বিবৃতি দেন।

এদিকে, সিরিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক মঙ্গলবার নিউইয়র্কে কোন ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে। বুধবার আবার বৈঠক শুরু হওয়ার কথা।

সিরিয়ায় অবরোধ আরোপের বিষয়ে দ্বিধাবিভক্ত ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও নিরাপত্তা পরিষদ সিরিয়ার প্রেসিডেন্টের বর্তমান কার্যক্রমের নিন্দা জানিয়ে আসছে। কিন্তু তারা সর্বসম্মতভাবে কোন সিদ্ধান্ত নিতে পারছে না।

অবশ্য সিরিয়ায় অবরোধ আরোপের বিষয়ে রাশিয়া, চীন এবং অন্য অনেক দেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের  দেশগুলোর সঙ্গে একমত হয়েছে।

অপর দিকে, জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভিতালি চারকিন বলেন, নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকে পশ্চিমা দেশগুলো যেসব কথাবার্তা বলেছেন তা সিরিয়ার শান্তি প্রতিষ্ঠায় বাধাস্বরুপ।

চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সিরিয়ায় নিরাপত্তা পরিষদের ব্যবস্থা নেওয়ার বিপক্ষে অবস্থান গ্রহণ করে জানায়, এটা করা হলে লিবিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে।

এদিকে সিরিয়ায় হামা শহরে এখনো নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। হামাকে অবরুদ্ধ করেই নিরাপত্তা বাহিনী এই রক্তপাত ঘটিয়ে যাচ্ছে।

অসমর্থিত সূত্রের খবরে জানা গেছে, বুধবার সকালে নতুন করে হামলা চালানোর উদ্দেশ্যে হামাতে ট্যাঙ্ক প্রবেশ করেছে।   গত রোববার পর্যন্ত শুধু হামা শহরেই নিরাপত্তা বাহিনী ১৪০ জনকে হত্যা করেছে বলে মানবাধিকার কর্মীদের দাবি।

তবে সিরিয়াতে বিদেশি সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ বিধায় প্রত্যক্ষদর্শী এবং মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা একদমই অসম্ভব।

মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ৬০০ লোকের প্রাণহানি ঘটেছে।   দাবি অনুযায়ী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সংস্কারের প্রস্তাব দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।