ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
নেপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

ঢাকা: নেপালের রাজধানী কাঠমাণ্ডুর সীমান্তবর্তী ধাধিং জেলায় সড়ক দুর্ঘটনায় ‍অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দিনেশ যাদভ নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে।  

সড়ক থেকে বাসটি ৬০ মিটার নিচে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহত উদ্ধার ৯ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

বাসটিতে ঠিক কতোজন যাত্রী ছিলেন সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

পাহাড়ি রাস্তা, অপরিকল্পিত অবকাঠামো ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণে নেপালে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বহু মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।