ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ঢুকতে গিয়ে ধরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১
হোয়াইট হাউজে ঢুকতে গিয়ে ধরা

ওয়াশিংটন: হোয়াইট হাউজের প্রাচীর টপকে ভেতরে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন জেমস ডার্ক ক্রুডুপ (৪১) নামের এক গৃহহীন।

মঙ্গলবার রাতে এ কাজ করতে গিয়ে তিনি ধরা পড়েন।

পুলিশ তাকে জিজ্ঞাসবাদের জন্য কাস্টডিতে নিয়েছে।

গোয়েন্দা বাহিনীর মুখপাত্র এড ডোনোভান জানান, হোয়াইট হাউজে পাহারায় থাকা গোয়েন্দা বাহিনীর এজেন্টরা তাকে তৎক্ষণিকভাবে আটক করে। প্রেসিডেন্ট বারাক ওবামা সম্ভবত তখন হোয়াইট হাউজেই অবস্থান করছিলেন।

মুখপাত্র জানান, তার পিঠে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগে বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য ছিল কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জিজ্ঞাসবাদের জন্য তাকে  ডিস্ট্রিক অব কলাম্বিয়া পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

ডোনোভান আরও জানান, তার বিরুদ্ধে বেআইনিভাবে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে প্রবেশের চেষ্টা এবং আদালতের নির্দেশ অমান্য করে হোয়াইট হাউজের সীমানায় ঢোকার অভিযোগ আনা হবে।

সিএনএনের সাংবাদিকরা এই ঘটনার কিছু ভিডিও চিত্র ধারণ করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউজের পাশে পেনিসিলভানিয়া অ্যাভিনিউর উত্তর লনের পাশ দিয়ে এজেন্টরা তাকে পেছনে হাত বেঁধে নিয়ে যাচ্ছে।

এ সময় হোয়াইট হাউজের ছবি তোলার জন্য পর্যটকরা ভিড় জমায়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।