ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে ইতিবাচক ভবিষ্যতের ব্যাপারে অন্য ধর্মের অনুসারীদের চেয়ে মুসলিমরা অনেক বেশি আশাবাদী। তবে সব মুসলিম এক বাক্যে সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করলেও বৈষম্য তাদের জন্য এখনো এক গভীর ক্ষত।
৯/১১ ট্রাজেডির ১০তম বর্ষপুর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয় মঙ্গলবার।
৯/১১ এর ভয়াবহ হামলার পর প্রেসিডেন্ট বুশ সন্ত্রাসবিরোধী যুদ্ধের যে সুত্রপাত করেন তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ২৬ লাখ মুসলিমদের মনোভাব যাচাই করতেই মূলত এ জরিপটি পরিচালনা করা হয়।
জরিপে দেখা যাচ্ছে, বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুসলিমরা মার্কিন অর্থনীতি ও রাজনীতির ব্যাপারে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন। মোট মুসলিমদের মধ্যে ৮০ শতাংশের মতই এমন। এ অনুপাত অন্যান্য ধর্মের অনুসারিদের চেয়ে অনেক বেশি।
৬০ শতাংশ মুসলিম মনে করেন, তারা যুক্তরাষ্ট্রে শক্তিশালী হয়ে উঠছেন। যেখানে ইহুদিদের মধ্যে ৬১ শতাংশ, ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে ৫৪ শতাংশ এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে ৫২ শতাংশ এই মনোভাব পোষণ করেন।
অপর দিকে ৩৭ শতাংশ মুসলিম মনে করেন, যুক্তরাষ্ট্রে তাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। এই অনুপাত অবশ্য খ্রিস্টান ধর্মের অনুসারি দুই গ্রুপের তুলনায় কম কিন্তু ইহুদিদের চাইতে এক শতাংশ বেশি।
মাত্র ৩ শতাংশ মুসলিম মনে করেন তারা নানা ভোগান্তির মধ্যে বসবাস করছেন।
মার্কিন অর্থনীতি নিয়ে মুসলিমরা অন্যদের চেয়ে অনেক আশাবাদী মনোভাব দেখিয়েছেন। ৫৪ শতাংশ মুসলিম মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালর দিকেই যাচ্ছে। অথচ অন্য ধর্মাবলম্বীরা এ ব্যাপারে প্রায় হতাশ।
আমেরিকান মুসলিমরা তাদের বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট। তারা মনে করেন পরিস্থিতি দিন দিন আরও ভালর দিকে যাচ্ছে। কিন্তু অন্য ধর্মাবলম্বীদের বেশিরভাগই হাতাশায় ভুগছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বিভিন্ন গ্রুপ রয়েছে। কিন্তু সব গ্রুপের সদস্যরা একইভাবে আশাবাদী বলে জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে।
অবশ্য মুসলিমদের জন্য এখানে খুব মর্মপীড়ার বিষয়ও রয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ মুসলিম বলেছেন, গত বছরে তারা ব্যক্তিগতভাবে বর্ণ ও ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন। এরকম বৈষম্যের শিকার অন্য ধর্মের লোকেরাও হন না তা নয়। মরমনদের ৩১ শতাংশ, ইহুদিদের ২১ শতাংশ এবং ক্যাথলিকদের মধ্যে ২০ শতাংশ এমন তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন।
মার্কিন সেনা এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র ব্যাপারে মুসলিমদের চরম নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু পর মুসলিমদের নানাভাবে হয়রানি ও সব সময় নজরদারির মধ্যে রাখার কারণে এমন ধারণা তৈরি হয়েছে বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জরিপে আরও মজার যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হলো, মুসলিম বিশ্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের বৈরী দৃষ্টিভঙ্গিকেই বেশি দোষ দেন মার্কিন মুসলিমরা। এ বিষয়ে অন্যরা অবশ্য কিছুটা ভিন্নমত দিয়েছেন।
অবশ্য একক বা সংগঠিতভাবে সাধারণ মানুষের ওপর হামলার বিপক্ষে মত দেওয়ার ক্ষেত্রে আমেরিকান মুসলিমরা অন্যদের চেয়ে এগিয়ে। ৮৯ শতাংশ মুসলিত এসব কর্মকা-ের বিরোধীতা করেছেন।
এই জরিপটি করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরশীল জরিপ সংস্থা গ্যালোপের সংযুক্ত আরব আমিরাত শাখা আবুধাবি গ্যালোপ সেন্টার।
জানুয়ারি ২০০৮ থেকে এপ্রিল ২০১১ সাল পর্যন্ত ৩ হাজার ৮৮৩ জন মুসলিমসহ মোট ৮ লাখ ৬৮ হাজার ২৬৪ জন মার্কিন নাগরিকের মধ্যে সাক্ষাতকারের মাধ্যমে এ জরিপ চালানো হয়।
অন্য ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, ইহুদি, মরমন এবং ধর্মহীন/নাস্তিক/অজ্ঞেয়বাদী।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১