লন্ডন: ফোনে আড়িপাতার ঘটনায় মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডকের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক স্টুয়ার্ট কুর্টনারকে মঙ্গলবার আটক করা হয়েছে।
পুলিশ ফোনে আড়িপাতা কেলেঙ্কারির তদন্তের স্বার্থেই কুর্টনারকে আটক করছে।
লন্ডনে একটি পুলিশ স্টেশনে মঙ্গলবার তার আইনজীবীর সঙ্গে দেখা করতে গেলে ৭০ বছর বয়সী কুর্টনারকে ১১ টার সময় আটক করে পুলিশ। তবে তিনি জানতেন না তাকে আটক করা হবে।
স্কটল্যান্ড ইয়ার্ডের নিয়ম অনুসারে তারা আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি। স্কাইনিউজ এবং গার্ডিয়ানের খবরের মাধ্যমে এ খবর জানা গেছে যে, আটককৃত ব্যক্তি স্টুয়ার্ট কুর্টনার।
কুর্টনার ২০০৯ সাল পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। কুর্টনারকে মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনধিকার প্রবেশের সন্দেহের অভিযোগে এবং দুর্নীতির সন্দেহে আটক করা হয়েছে।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক রেবেকা ব্রুকসকেও একই অভিযোগে আটক করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১