ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে ওবামার ভেটো বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
মার্কিন কংগ্রেসে ওবামার ভেটো বাতিল

ঢাকা: ৯/১১ ঘটনায় সৌদি ‍‌আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা সংক্রান্ত বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভেটো বাতিল হয়ে গেছে মার্কিন কংগ্রেসে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৭-১ ভোটে ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৩৪৮-৭৭ ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়।

ওব‍ামার শাসনামলে প্রথমবারের মতো তার ভোটো বাতিলের ঘটনা এটি। এর ফলে বিলটি আইনে পরিণত হতে বাধা থাকলো না।

এদিকে, কংগ্রেসে ওবামার ভেটো বাতিলের এ ঘটনাকে হতবুদ্ধিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।

৯/‌১১ হামলাকারীদের অধিকাংশই সৌদি আরবের নাগরিক অভিযোগে দেশটির বিরুদ্ধে মামলার দাবি তোলেন হামলায় নিতদের পরিবার ও স্বজনেরা। পরে সিনেটে মামলার পক্ষে ‍একটি বিল পাশ হয়। কিন্তু এতে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত ২৩ সেপ্টেম্বর ওই বিলটিতে ভেটো দেন ওবামা।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।