ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ঘটনায় জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
সিরিয়ার ঘটনায় জাতিসংঘের নিন্দা

নিউইয়র্ক: সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর সরকারী বাহিনীর নগ্ন হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে জতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সিরিয়ার ঘটনায় এটাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম নিন্দা জ্ঞাপন।

সিরিয়ার মিত্র হিসেবে পরিচিত রাশিয়াও এর মধ্য দিয়ে নিন্দা জ্ঞাপন করলো। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নিন্দা জ্ঞাপন করা হয়।

নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘হামাতে হামলায় সিরিয়ার সরকারী বাহিনীর হাতে কয়েক ডজন মানুষ মারা গেছে। সরকারী বাহিনীর ট্যাংক শহরটির মূল আসাই চত্বরে অবস্থান নিয়ে নির্বিচারে শহরের বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে। ’

অপরদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামা শহরে সরকারী বাহিনীর রোববারের হামলায় অন্ততপক্ষে ১৪০ জন বেসামরিক মারা গেছে। মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত হামা শহরের হত্যাকা-সহ ১৬০০ মানুষেরও বেশি নিহত হয়েছে।
 
এদিকে প্রতিবাদকারীরা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, দেইর আল জওরে প্রায় ৫০ হাজার, দুমাতে ২০ হাজার এবং হোমসে ৪০ হাজার মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করেছে।

দামেস্কে সরকারী বাহিনী প্রতিবাদকারীদের ওপর হামলা করলে অন্তত চার জন মানুষ মারা যায় বলেও সরকার বিরোধী আন্দোলনকারীদের পক্ষ হতে জানানো হয়।
 
নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সিরিয়ার কর্তৃপক্ষের হাতে নিরীহ জনগণের মৃত্যু এবং মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় জাতিসংঘ সিরীয় সরকারের প্রতি নিন্দা জ্ঞাপন করছে। মার্চ থেকে শুরু হওয়া সকল হত্যাকা-ের জন্য সিরীয় সরকারই দায়ি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৫টি দেশ সিরিয়ার মানবাধিকার রক্ষায় জাতিসংঘ বরাবর জোরালো আবেদন জানিয়েছে এবং সিরিয়ার ঘটনা তদন্তে জাতিসংঘের কাছে একটি প্রস্তাবও পেশ করেছে তারা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।