ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তপ্ত ‘লাইন অব কন্ট্রোল’: ভারতীয় এক সৈন্য আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
উত্তপ্ত ‘লাইন অব কন্ট্রোল’: ভারতীয় এক সৈন্য আটক

ঢাকা: ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’ উত্তপ্ত হয়ে উঠেছে। আর সে পরিস্থিতি ক্রমেই ভয়ংকর আকার ধারণ করছে।

এরইমধ্যে ভারতীয় এক সৈন্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া, ভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এমন খবর জানায় পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

তবে দেশটির সেনাবাহিনী দাবি করছে, ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে পাকিস্তান বাহিনীর হামলায় ভারতীয় আট সেনা নিহত হয়েছেন। এদিকে, ভারতীয় সেনাবাহিনীর বরাতে বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো পাকিস্তানের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ‘পাকিস্তানের মিডিয়ায় ভারতীয় আট সেনা সদস্য এবং ভারতীয় এক সৈন্যকে আটকের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। যা মিথ্যা ও ভিত্তিহীন। ’

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।