ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুন্দুজে গোয়েন্দা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
আফগানিস্তানের কুন্দুজে গোয়েন্দা কর্মকর্তা নিহত

কুন্দুজ: আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুজে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন পায়েন্দা খান নামের একজন গোয়েন্দা কর্মকর্তা।

দুইদিন আগেই আরেক আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পরপরই বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটলো বলে জানায় কুন্দুজ পুলিশ মুখপাত্র।



বোমা বিস্ফোরণে তিনজন শিশুও মারাত্মকভাবে আহত হয়েছে বলেও প্রাদেশিক পুলিশ মুখপাত্র সায়েদ সারওয়ার হুসাইনি।

তিনি আরও জানান, ‘পায়েন্দা খান ছিলেন কুন্দুজ শহরের নিরাপত্তা পরিষদের পরিচালক মন্ডলীর প্রধান। ’

এর আগে মঙ্গলবার কুন্দুজ শহরের একটি অতিথি ভবনে বোমা হামলায় চারজন আফগান নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়।
 
একসময়কার শান্ত এই অঞ্চলের মানুষজন গত কয়েক বছর ধরে বোমা হামলার মতো বিধ্বংসী ঘটনার শিকার হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।