ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জন্য বেলুচিস্তান খুবই গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
যুক্তরাষ্ট্রের জন্য বেলুচিস্তান খুবই গুরুত্বপূর্ণ

কুয়েটা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার।

বেলুচিস্তান সংসদের স্পিকার মোহাম্মদ আসলাম ভুটানির সঙ্গে বুধবার এক আলোচনাকালে তিনি এ বক্তব্য দিয়েছেন বলে জানায় পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন।



অপর দিকে ক্যামেরন মুন্টার পাকিস্তানের গণতন্ত্র সুরক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস এবং কুয়েটার একটি এতিমখানা নির্মাণে ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সহায়তা প্রস্তাব দেন।

এসময় তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বেলুচিস্তানের মানুষের দুরবস্থা সম্পর্কে উদ্বিগ্ন। এই প্রদেশের জনগণের জন্য পর্যাপ্ত শিক্ষা এবং স্বাস্থ্যসুবিধা দিতে যুক্তরাষ্ট্র কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।