সিঙ্গাপুর: সিঙ্গাপুরের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে আগামী ২৭ আগস্ট।
দেশটির প্রধানমন্ত্রী লি হেসেইন লুঙ আগস্ট মাসের ১৭ তারিখকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হিসেবে ঘোষণা করেছেন।
কিং জর্জ এভিনিউর পিপলস অ্যাসেসিয়েশনে প্রার্থীরা এবং তাদের সমর্থরা নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে পারবে।
রাষ্ট্রপতি পদের জন্য যে পাঁচ জন শক্তিশালী প্রতিদ্বন্ধী রয়েছে তারা হলেন- ডাক্তার তান চেং বক, ডাক্তার টনি তান, তান কি লিয়ান, তান জে সে এবং এ্যান্ড্রু কৌন।
বর্তমান রাষ্ট্রপতি এসআর নাতানের মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩১ তারিখ। তৃতীয় বারের মতো ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হতে আগ্রহী নন বলেও জানান বর্তমান রাষ্ট্রপতি।
তান জে সে এবং এ্যান্ড্রু কৌন বাদে বাকী তিনজন ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এডি তেও মনোয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের যাচাই বাছাই করে চূড়ান্তভাবে মনোনয়ন দেবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১