মুম্বাই: ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে বলে বৃহস্পতিবার জানায় কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদী।
সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রের ঠিক কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেবিষয়ে জনার্দন কিছুই বলেননি। তবে সোনিয়ার গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াংকা গান্ধী আছেন বলে জানা গেছে।
সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে তিনি চার সদস্য বিশিষ্ট একটি দলকে কংগ্রেসের তত্ত্ববধায়ক হিসেবে কাজ করার জন্য চিঠি পাঠিয়েছেন। যে চার সদস্য বিশিষ্ট দলটি কংগ্রেসের তত্ত্ববধায়ক হিসেবে কাজ করবে তাদের মধ্যে রয়েছে সোনিয়া পুত্র রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী এ কে এ্যান্টনি এবং কংগ্রেস সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী।
ভারতের বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার হয়েছে। আমি তার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করি। ’
এই অস্ত্রোপচারের কারণে সোনিয়া গান্ধীকে দুই থেকে তিন সপ্তাহ রাজনীতি থেকে দুরে থাকতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী ৬৪ বছর বয়সী সোনিয়া গান্ধী ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে মনোনীত করেন।
রাষ্ট্রক্ষমতার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও সোনিয়া গান্ধীকে দেশটির ক্ষমতাধর ব্যাক্তিবর্গের একজন বলে মনে করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১