ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় ৬ সন্দেহভাজন সন্ত্রাসী আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
কেরালায় ৬ সন্দেহভাজন সন্ত্রাসী আটক 

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ৬ সন্দেহভাজন সন্ত্রাসীকে ‍আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কান্নুর ও কজিখোদ জেলা থেকে তাদের আটক করা হয়।

 

কেরালা ও তামিলনাড়ুর কয়েকজন সন্ত্রাসী দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

অভিযানে এনআইএ’র সঙ্গে অংশ নেয় কেরালা পুলিশ, দিল্লি পুলিশ ও তেলেঙ্গানা পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে কান্নুর জেলার কানাকামালা হিলটপ থেকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আরো তথ্য-প্রমাণের জন্য পুলিশ ৬ সন্ত্রাসীকে হেফাজতে চাইবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।