ঢাকা: অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের বিপণন পরিচালক ও এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বোন রান্ডি জুকারবার্গ পদত্যাগ করেছেন। নিজেই ফেসবুকের মতো বা এর চেয়ে উন্নত একটি মাধ্যম চালু করার উদ্দেশ্যে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ফেসবুকে টানা ৬ বছর চাকরি করার পর রান্ডি প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়াচ্ছেন। তার পরিকল্পনা সামাজিক যোগাযোগের এমন একটি মাধ্যম তৈরি করা যা ফেসবুকের চেয়ে বেশি ‘সামাজিক‘ হবে।
পদত্যাগ পত্রে ফেসবুকে নিজের অর্জন সম্পর্কে বিস্তারিত বিবরণসহ রান্ডি লিখেছেন, ‘ফেসবুকের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নতুন সব উত্তেজনাকর প্রবণতার বিষয় মাথায় রেখে নতুন কোম্পানি শুরু করার এটাই সঠিক সময়। ’
তার নতুন কোম্পানির নাম ‘RtoZ Media’ হতে পারে বলে জানা যাচ্ছে।
একটি সূত্রে জানা যাচ্ছে, ফেসবুক থেকে তিন মাসের মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরই রান্ডি তার ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।
ফেসবুক কর্তৃপক্ষ রান্ডির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তার নতুন কোম্পানি শুরু করার বিষয়টিও তারা নিশ্চিত করেছে।
তবে এ ব্যাপারে রান্ডির ভাই মার্ক জুকারবার্গ কোনো মন্তব্য করেননি।
রান্ডি বলেন, ‘ইন্টারনেটে সার্ফিং এবং বিভিন্ন বিষয় পোস্ট করার সময় নিজের আসল নাম ব্যবহারের বাধ্যবাধকতা থাকলে ব্যবহারকারীরা আরও অনেক ভাল ব্যবহার করতেন। ’
ইন্টারনেটে উত্ত্যক্ত করার বিষয়ে একটি গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বেনামে ইন্টারনেট ব্যবহার বন্ধ করলে অনলাইনে বিরক্ত ও হয়রানি করার প্রবণতা অনেকাংশে কমে যাবে বলে মত দেন তিনি। এর অবসান হওয়া উচিত বলে মনে করেন রান্ডি।
তিনি বলেন, ‘আমি মনে করি মানুষ যখন আসল নাম ব্যবহার করে তখন সে ভাল ব্যবহার করে। কিন্তু বেনামে বা নকল নামে কোনো মাধ্যমে সে নিজেকে যে কোনো কিছু করার ক্ষেত্রে অনেক নিরাপদ মনে করে। ’
তার এ মন্তব্য অবশ্য গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিথের বক্তব্যেরই প্রতিধ্বনি করে।
সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা দিতে এবং অন্যের দ্বারা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফেসবুক ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১