দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মঙ্গলবার বহুদলীয় রাজনীতি চালুর এক ফরমান জারি করেছেন। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সানায় এ খবর প্রচারিত হয়েছে।
সানার খবরে বলা হয়, প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার জারি করা ফরমানে রাজনৈতিক দল গঠনের নিয়মনীতি ঘোষণা করবেন।
এই ফরমানের ফলে সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির বাইরে রাজনৈতিক দল গঠন করা যাবে এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারবে। উল্লেখ্য, সিরিয়াতে রাষ্ট্র এবং সমাজের নেতা হিসেবে বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় আছে।
সরকার গতমাসে বহুদলীয় রাজনীতি চালু করার একটি খসড়া প্রণয়ন করেছে। সানার খবরে বলা হয়, রাজনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি গতিশীল নেতৃত্ব তৈরি করা এবং রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই এই খসড়া আইন তৈরি করা হয়েছে।
এই খসড়ায় রাজনৈতিক দল গঠনের শর্ত, উদ্দেশ্য, কার্যপ্রণালী, অর্থের উৎস, অধিকার এবং বাধ্যবাধকতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
এই খসড়ায় ধর্মভিত্তিক , শুধু উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট, আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট, পেশাজীবী সংগঠন এবং জাতি,লিঙ্গ ও বর্ণ বৈষম্য সৃষ্টি করে এমন কোন রাজনৈতিক দল গঠন করা যাবেনা।
আসাদের এই ফরমানে বলা হয়েছে, সংসদের অনুমোদন ছাড়া শিগগিরই এই আইন কার্যকর হবে।
সিরিয়াতে সংস্কারবাদী বিরোধীদের প্রধান দাবি রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা। ১৫ মার্চ থেকে এ দাবিতে তারা রাজপথে আন্দোলন করে আসছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা,আগস্ট ০৪, ২০১১