ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে আইএস’র বোমা হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
 সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে আইএস’র বোমা হামলায় নিহত ২২ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং বেশকয়েকজন  আহত হয়েছেন।  

স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

মঙ্গলবার (০৪ অক্টোবর) যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলে বিয়ের বরসহ ২২ জন নিহত হয়।  

এদিকে এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।