ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন দিলো ইউরোপীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন দিলো ইউরোপীয় পার্লামেন্ট

ঢাকা:জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ে ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুসমর্থনে চূড়ান্ত মত দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এখন চুক্তি অনুসমর্থনের নথি জমা দেওয়া সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার (০৪ অক্টোবর) ইউরোপীয় পার্লামেন্টে ভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নীতিনির্ধারকরা এ মত দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের বেলজিয়ামের ব্রাসেলসে ইনভায়রনমেন্ট কাউন্সিলের বৈঠকে অনুসমর্থনের বিষয়টি আসলে মত দিয়েছিলেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা।  

বিশ্বে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী অন্তত ৫৫টি দেশ অনুসমর্থন করলে এই চুক্তি কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।