ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

ব্যাংকক: থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন নির্বাসিত থাই নেতা থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা। থাইল্যান্ডের সংসদ ইংলাক সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো।



দেশটির গত মাসের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফিও থাই পার্টি।
 
সংসদে ভোটের মাধ্যমে ইংলাক সিনাওয়াত্রার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার ফলে এখন কিছুদিনের মধ্যেই দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজকে ইংলাক সিনাওয়াত্রাকে অনুমোদন দিতে হবে।

ইংলাক সিনাওয়াত্রাকে গত পাঁচ বছরের রাজনৈতিক বিশৃঙ্খলা নিরসন করে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে বেশ বেগ পেতে হবে বলে ধারনা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

২০০৬ সাল থেকেই দেশটিতে রাজনৈতিক অর্ন্তদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। শুধুমাত্র গত বছরই রাজনৈতিক হানাহানির কারণে মারা যায় ৯০ জন মানুষ। মৃতদের বেশিরভাগই সরকার বিরোধী প্রতিবাদকারী।

৪৪ বছর বয়সী ইংলাক সিনাওয়াত্রার নেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা। আর তাই বলা হচ্ছে যে, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কাজই হবে দেশটির বিরাজমান অস্থিতিশীলতা নিরসনে পার্টিগুলোর মধ্যে পুনর্মিত্রতা সৃষ্টি করা।

যদিও ইংলাক সিনাওয়াত্রা নির্বাচনে জেতার পরপরই ঘোষণা দিয়েছিলেন যে তার পার্টি সকল পার্টিকে নিয়ে জোট গঠন করে দেশের মানুষের সমস্যা সমাধানে কাজ করবে।

যদি তাই হয় তাহলে ইংলাকের এই জোট কার্যত সংসদের ৬০ শতাংশ নিয়ন্ত্রন করবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।