নিউইয়র্ক: সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভে ২০০০ বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য দেশটির সরকার দায়ী বলে জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।
বৃহস্পতিবার তিনি আরও বলেন, ‘আমরা দেখছি আসাদের শাসন অব্যাহত রয়েছে এবং শাসকগোষ্ঠী তাদের নিজ দেশের লোকজনের ওপর এ সপ্তাহে দমন অভিযান তীব্র করেছে।
হামাতে সিরীয় বাহিনীর দমন অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘মার্চ মাসের মাঝামাঝি শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের রেশ ধরে কয়েকদিন আগেই হামাতে প্রায় কয়েক ডজন মানুষ হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ’
এদিকে প্রেসিডেন্ট বাশারের নির্দেশিত হামা অভিযান এখনও চলছে। হামার বাসিন্দারা বলছে, সরকারি বাহিনীর বন্দুকধারীরা এবং ট্রাংকবহর পুরো শহর জুড়ে বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে। শহরের বাসিন্দাদের খাবার এবং ঔষধ কমে আসছে।
এর আগে হিলারি ক্লিন্টন এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় তার বৈধতা হারিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১