ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০০০ বেসামরিকের মৃত্যুর জন্য আসাদ দায়ী: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
২০০০ বেসামরিকের মৃত্যুর জন্য আসাদ দায়ী: যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক: সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভে ২০০০ বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য দেশটির সরকার দায়ী বলে জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।

বৃহস্পতিবার তিনি আরও বলেন, ‘আমরা দেখছি আসাদের শাসন অব্যাহত রয়েছে এবং শাসকগোষ্ঠী তাদের নিজ দেশের লোকজনের ওপর এ সপ্তাহে দমন অভিযান তীব্র করেছে।

আমরা মনে করি, সরকারবিরোধী বিক্ষোভে সব বয়সের দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী। ’

হামাতে সিরীয় বাহিনীর দমন অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘মার্চ মাসের মাঝামাঝি শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের রেশ ধরে কয়েকদিন আগেই হামাতে প্রায় কয়েক ডজন মানুষ হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ’

এদিকে প্রেসিডেন্ট বাশারের নির্দেশিত হামা অভিযান এখনও চলছে। হামার বাসিন্দারা বলছে, সরকারি বাহিনীর বন্দুকধারীরা এবং ট্রাংকবহর পুরো শহর জুড়ে বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে। শহরের বাসিন্দাদের খাবার এবং ঔষধ কমে আসছে।

এর আগে হিলারি ক্লিন্টন এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় তার বৈধতা হারিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।