করাচি: পাকিস্তানের করাচিতে ছয় তলা একটি ভবন ধসে নয় জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উদ্ধারকারী দল ভবনটির ধ্বংসাবশেষ থেকে ওই নয় মৃতদেহ উদ্ধার করেছে।
করাচির বাগদাদি লেন এলাকায় ওই ঘটনা ঘটেছে। কয়েক ডজন মানুষ এখনও ওই ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়ে আছে বলেও জানায় উদ্ধারকারী দল।
ছয়তলা ভবনটির পার্শ্ববর্তী ভবনগুলো থেকে বসবাসরত মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় করাচি পুলিশ।
শুক্রবার সকালের এক রিপোর্টে বলা হয় যে, ধ্বংসাবশেষ থেকে আটকে পড়া মানুষ উদ্ধার করতে সেনাবহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌছেছে।
কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানায়, ধ্বংসাবশেষ পরিস্কার করতে তিনটি বুলডোজার কাজ করছে কিন্তু অগ্রগতি খুব সামান্য। সরু গলি হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তারা জানায়।
তবে ঠিক কি কারণে ভবনটি এভাবে ধসে পরলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১