ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো হামলায় গাদ্দাফিপুত্র খামিশ নিহত?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
ন্যাটো হামলায় গাদ্দাফিপুত্র খামিশ নিহত?

ত্রিপোলি: ন্যাটোর বিমান হামলায় মুয়াম্মার গাদ্দাফিপুত্র খামিশ গাদ্দাফি নিহত হয়েছেন বলে দাবি করেছে লিবিয়ার বিদ্রোহী বাহিনী।
 
খামিশ গাদ্দাফি তার বাবা মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে অনুগত সুসজ্জিত ৩২-ব্রিগেডের কমান্ডার।

খামিশের নেতৃত্বাধীন এই ব্রিগেড অন্য সব ব্রিগেডের চেয়ে সুশৃঙ্খল।

বিদ্রোহীদের এক মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার জিতানে ন্যাটোর বিমান হামলায় ৩২ জন মারা গেছে। খামিশের নেতৃত্বাদীন ৩২-ব্রিগেড এই অঞ্চলের দায়িত্বে। ’

যদিও ন্যাটো বাহিনী গাদ্দাফিপুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেনি এবং গাদ্দাফি সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
 
আসলেই যদি খামিশ গাদ্দাফির মৃত্যু হয়ে থাকে তবে এই ঘটনা হবে গাদ্দাফির জন্য গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় আঘাত।

 ন্যাটোর সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, খামিশের মৃত্যু হয়েছে বলে শোনা গেছে কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এখনও।

তিনি আরও বলেন, ‘আমরা এখনই কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। কারণ ওইখানে আমাদের কোনও যোগাযোগ নেই। তবে আমরা ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। ’

চলতি বছরের গোড়ার দিকে গাদ্দাফির অপর পুত্র সাঈফ আল গাদ্দাফি ন্যাটো হামলায় মারা যান। সেসময় সাঈফের সঙ্গে সঙ্গে গাদ্দাফির তিন নাতিও মারা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।