ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ম্যাথিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ম্যাথিউ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে ক্যারিবিয়ান অংশ জুড়ে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।

স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানে এ ঝড়টি।



বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিলেও তা নিশ্চিত করেনি এনবিসি নিউজ।

শুক্রবার সন্ধ্যায় বয়ে যাওয়া এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ মাইল। ঝড়ের সময় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো অঙ্গরাজ্যে। এতে ফ্লোরিডার প্রায় এক মিলিয়ন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে সরকারি কর্মকমিশন থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় ওই এলাকার প্রায় সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলীয় অঞ্চলে বন্যা আরো তীব্র হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এতে উত্তর ক্যারোলিনাও প্রভাবিত হতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

এর আগে হাইতিসহ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় হারিকেন ‘ম্যাথিউ’। এতে সবশেষ ৮৪২ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকার ‍মানুষ।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসই/আরএ
** ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।