ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে 'মাউন্ট অ্যাসো' আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়েছে কিউশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
জাপানে 'মাউন্ট অ্যাসো' আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়েছে কিউশু ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের মাউন্ট অ্যাসো আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশু’র ভবন ও গাড়িগুলো ছাইয়ের স্তরে ঢাকা পড়েছে।

শনিবার (০৮ অক্টোবর) সকাল থেকে এ উদগিরণ শুরু হয়। এতে নির্গত ধোঁয়া ও ছাই ১১ হাজার মিটার পর্যন্ত উৎক্ষিপ্ত হচ্ছে।

তবে এতে এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে শহরজুড়ে সালফারের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে স্থানীয় প্রশাসন এ ঘটনায় সতর্কতা বৃদ্ধি করেছে। সেই সঙ্গে আগ্নেয়গিরিটির আশপাশ এলাকার জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

১৯৮০ সালের পর প্রথমবারের মতো  এমন ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।