ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটের চাপে স্নায়ুবৈকল্যে আমেরিকানরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
ভোটের চাপে স্নায়ুবৈকল্যে আমেরিকানরা

এমনটা আর কখনোই হয়নি বলে মত বিশেষজ্ঞদের। এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচন যুক্তরাষ্ট্রের নাগরিকদরে, বিশেষ করে ভোটারদের ক্রেজি করে তুলছে।

তারা সবাই নির্বাচনি চাপজনিত স্নায়ুবৈকল্যে ভুগছেন।
 
গেলো সপ্তায় যে প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়ে গেলো তাতে কারও কারও মধ্যে আতঙ্কই বরং বেড়েছে।
 
বিশেষজ্ঞ চিকিৎসক ড. ওয়েন্ডি ওয়ালশ বলেছেন, বাবা-মায়ের মধ্যে বিবাদ বাঁধলে পরিবারের সন্তানদের যে দশা হয়, আমেরিকাবাসী এখন সেই দশায় পড়েছে।
 
এর মধ্যে রয়েছে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া-চাওয়ির চাপ।
 
একটি সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, ভোটারদের ৬০ শতাংশই মনে করেন, ভোটের ক্যাম্পেইনে তারা একেবারে বিপর্যস্ত। ২৫ শতাংশ বলছেন, তারা কাজে মন বসাতে পারছেন না।
 
ওয়ালশের মতে অনেকেই ভোটের চাপে উচ্চ রক্তচাপেও ভুগছেন, হৃদযন্ত্রের ধুকধুকানি বেড়েছে, কারও কারও পেটেও সমস্যা হচ্ছে।
 
লেনক্স হিলের চিকিৎসক ড. রবার্ট গ্ল্যাটার এক টুইটার বার্তায় ভোটারদের সতর্ক করে দিয়েছেন তারা যেনো ভোটজনিত চাপ থেকে নিজেদের মুক্ত রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এমএমকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।