ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে হারিকেন ম্যাথিউ। তবে এটি এখনো ‘বিপদজনক’ বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি দুইয়ে নেমে এসেছে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানে এ ঝড়টি। বর্তমানে এটি ঘণ্টায় ১০৫ মাইল গতিতে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (০৮ অক্টোবর) সকালে সাউথ ক্যারোলিনায় আঘাত হানার পর সন্ধ্যা বা রাত নাগাত নর্থ ক্যারোলিনাতে আঘাত হানবে হারিকেন ম্যাথিউ।
এদিকে ম্যাথিউয়ের আঘাতে ফ্লোরিডায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ওই এলাকার প্রায় সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ম্যাথিউয়ের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনার উপকূলীয় অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতি আরো তীব্র হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এর আগে হাইতিসহ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় হারিকেন ‘ম্যাথিউ’। এতে সবশেষ ৯০০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকার মানুষ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
আরএইচএস