লন্ডন: একটি পা নেই তবুও নিজেকে প্রতিবন্ধী প্রমাণের জন্য সনদ চাইল কর্তৃপক্ষ। ডাক্তারি সনদ না থাকায় ব্রিটেনের একটি থিমপার্কের রাইডে চড়তে দেওয়া হয়নি এক প্রতিবন্ধী নারীকে।
রোজি বেলহামজা পেশায় একজন প্রশাসনিক কর্মকর্তা। তার একটি পা নেই। ব্রিটেনের সবচেয়ে বড় থিমপার্ক অ্যালটন টাওয়ারের রাইডে চড়তে গেলে তাকে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই রাইডে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়পত্র পেতে ডাক্তারের কাছ থেকে সনদ নিয়ে আসতে বলা হয় তাকে।
ডার্বির অধিবাসী ৪৭ বছর বয়সী ওই নারী ডায়াবেটিকে আক্রান্ত। দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর তার একটি পা কেটে ফেলতে হয়।
গত বছর স্ট্যাফোর্ডশায়ারের অ্যালটনে অ্যালটন টাওয়ার থিমপার্কে বেড়াতে যান রোজি। সেখানে রাইডে চড়তে চাইলে তার কাছ থেকে ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাউয়েন্স লেটার চাওয়া হয়। কিন্তু তা দেওয়ার পর কর্তৃপক্ষ আবার প্রতিবন্ধীতার প্রমাণ হিসেবে ডাক্তারের সনদ চেয়ে বসে।
রোজি দ্য মিরর পত্রিকাকে বলেন, ‘আমার খুবই রাগ হয়েছিল। তারা আমাকে জরুরি ভিত্তিতে একজন চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট নিতে বলল। কিন্তু আমার ধারণা বেশিরভাগ চিকিৎসক এটাকে অগ্রহণযোগ্য মনে করবেন। আর এরকম একটি সনদ পেতে ৫০ পাউন্ড পর্যন্ত ফি গুনতে হয়। ’
পার্কের প্রতিবন্ধী দর্শক গাইডে লেখা রয়েছে, ‘আমাদের নিয়ম-শৃঙ্খলায় কিছু হালনাগাদ করা হয়েছে। কেউ চাইলে আরও ভাল সেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ’
এ ব্যাপারে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন এমন মানবাধিকারকর্মী নীল কোয়েল বলেন, দর্শকদের প্রতিবন্ধী সনদ নিয়ে আসতে বাধ্য করা একেবারেই অযৌক্তিক।
তবে এই খবর প্রকাশের পর অ্যালটন টাওয়ার থিমপার্ক কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। নীতিটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১