লস্কর গাঁ: আফগানিস্তানের দক্ষিণের প্রদেশ হেলমন্দে ন্যাটোর বিমান হামলায় আট বেসামরিক নিহত হয়েছে। শনিবার জেলা পুলিশ প্রধান এ হতাহতের ঘটনা স্বীকার করেছেন।
শুক্রবার বেলা তিনটার সময় হেলমন্দ প্রদেশের নাদ আলী জেলায় এ বিমান হামলার ঘটনা ঘটেছে বলেও জানায় জেলা পুলিশ প্রধান সিদ্ধি খান।
নিহতরা সবাই একই পরিবারের এবং সম্প্রতি তারা সংঘর্ষ প্রবণ অঞ্চল উরজুগান প্রদেশ থেকে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করছিল।
গত মাসে এই প্রদেশের বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যাক্তি জঙ্গীদের হাতে নির্মম ভাবে নিহত হন। এরমধ্যে প্রেসিডেন্ট হামিদ কারযাইয়ের ছোট ভাইও একজন।
আফগান কর্তৃপক্ষ ন্যাটোর হামলায় আটজন বেসামরিকের হত্যার কথা স্বীকার করলেও ন্যাটো এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১